Homeপাওয়ার পয়েন্টমাইক্রোসফট পাওয়ার পয়েন্ট স্লাইডের ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করা

মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট স্লাইডের ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করা

মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট স্লাইডের ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করা। কোন স্লাইড তৈরি করার সময় এবং স্লাইড তৈরির পরেও ব্যাকগ্রাউন্ডের রং পরিবর্তন করা যায়। নতুন করে ব্যাকগ্রাউন্ড তৈরি করা যায়। যেকোনো ছবিকেও ব্যাকগ্রাউন্ড হিসিবে ব্যবহার করা যায়।

স্লাইডে ব্যাকগ্রাউন্ড যুক্ত করার জন্য বা ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করার জন্য-

  • যে স্লাইডে ব্যাকগ্রাউন্ড ব্যবহার করতে হবে, সেই স্লাইডটি খোলা রাখতে হবে বা সক্রিয় রাখতে হবে। বর্তমান প্রেজেন্টেশনে প্রথম স্লাইডটি খোলা রাখা হলো।
  • Design মেনুর রিবনে একেবারে ডান দিকে Background Style ড্রপ ডাউন বার-এ ক্লিক করলে গ্রেডিয়েন্ট এবং সলিড রঙের একটি প্যালেট আসবে। এই প্যালেটের যে কোনো রং বা গ্রেডিয়েন্টের উপর মাউচ পয়েন্টার স্থাপন করা হলে মূল স্লাইডে সেই রং বা গ্রাডিয়েন্টের ব্যাকগ্রাউন্ড দেখা যাবে। ব্যাকগ্রাউন্ড হিসেবে আরও রং, টেক্সার এবং ছবি ব্যবহার করার জন্য-
  • প্যালেটের নিচের দিকে Format Background সিলেক্ট করতে হবে। এতে Format Background ডায়ালগ বক্স আসবে।
  • Format Background ডায়ালগ বক্সের উপরের বাম পশে Solid fill রেডিও বোতামে ক্লিক করে সক্রিয় করে দিতে হবে। এরপর Color ড্রপ- ডাউন তীরে ক্লিক করলে রঙের প্যালেট আসবে। এই রঙের প্যালেট তেকে যে রঙের সোয়াচের উপরে ক্লিক করা হবে স্লাইডের ব্যাকগ্রাউন্ড হিসেবে সেই রং আরোপিত হবে।
  • Picture or Texture fill রেডিও বোতামে ক্লিক করে সক্রিয় করে দিলে Color -এর জায়গাই Texture ড্রপ- ডাউন আসবে। এই ড্রপ- ডাউন তীরে ক্লিক করলে বিভিন্ন প্রকার টেক্সার প্রদর্শিত হবে। এর ভেতরে থেকে যে টেক্সারের সেস ক্লিক করা হবে, মূল স্লাইডে এই টেক্সার আরোপিত হবে।
  • Picture or Texture fill রেডিও বোতাম সিলেক্টেড থাকা অবস্থায় Insert from -এর নিচে File বোতামে ক্লিক করলে Insert Picture ডায়ালগ বক্স আসবে। ডায়ালগ বক্সের যে ফোল্ডারে ছবি আছে সেই ফোল্ডার খুলে ছবি নির্বাচন করতে হবে।
  • ডায়ালগ বক্সের Insert বোতামে ক্লিক করলে ডায়ালগ বক্স চলে যাবে এবং ওই ছবি স্লাইডের স্লাইডের ব্যাকগ্রাউন্ড হিসেবে আরোপিত হবে।
  • আরোপিত ব্যাকগ্রাউন্ড তুলে ফেলতে Format Background ডায়ালগ বক্সের Solid fill রেডিও বোতামে ক্লিক করে সক্রিয় করে দিতে হবে। এরপর Color ড্রপ- ডাউন তীরে ক্লিক করলে রঙের প্যালেট আসবে। এই রঙের প্যালেট থেকে সাদা রং সিলেক্ট করতে হবে।
  • ডায়ালগ বক্সের Close বোতামে ক্লিক করতে হবে।
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

Most Popular