অ্যাডোবি ফটোশপ জনপ্রিয় সফটওয়্যার গুলোর মধ্যে একটি। ফটোশপ নামের সাথে আমরা অনেকেই পরিচিত। ফটোশপে রয়েছে, অসংখ্য টুলস যেগুলো ব্যবহার করে আমরা ফটোশপে বিভিন্ন ধরণের ডিজাইন তৈরি করা সহ, ফটোশপ দিয়ে ইমেজে নতুন নতুন ইফেক্ট তেরি বা ব্যাগ্রাউন্ড তৈরি করা সহ আমরা পটোশপ দিয়ে অনেক ধরণের কাজ করতে পারি। ইতি পূবে আমরা শিখেছি অ্যাডোবি ফটোশপে লেয়ারের কাজ এখন আমরা শিখবো গুচ্ছ প্যালেট এবং প্যালেট যুক্ত ও বিযুক্ত করা।
গুচ্ছ প্যালেট এবং প্যালেট যুক্ত ও বিযুক্ত করা। একই সঙ্গে একাধিক প্যালেট একসাথে থাকতে পারে। যেমন Layer, Path এবং Channel একই সঙ্গে থাকতে পারে। প্যালেট গুলোর নাম ট্যাব আকারে থাকবে। যখন যে ট্যাবে ক্লিক করা হবে তখন সেই ট্যাব টি সক্রিয় হবে। এই ভাবে একসঙ্গে একাধিক প্যালেটের যুক্ত অবস্থাকে বলা হয় গুচ্ছ প্যালেট।
বর্তমানে প্যালেটটি Layer প্যালেট হিসেবে সক্রিয় রয়েছে। লেয়ার ট্যাবে ক্লিক ও ড্র্যাগ করে প্যালেটের বাইরে এনে ছেড়ে দিলে Layer প্যালেটটি স্বতন্ত্র প্যালেটে বা একক প্যালেট হিসেবে বিদ্যমান ধাকবে।
আবার স্বতন্ত্র Layer প্যালেটটির ট্যাবে ক্লিক ও ড্র্যাগ করে অন্য প্যালেটের ভেতরে নিয়ে গেলে যখন প্যালেটির চারদিকে মোটা রেখা দৃশ্যমান হবে তখন মাউস থেকে চাপ ছেড়ে দিতে হবে। এতে ড্র্যাগ করে নেওয়া লেয়ারটি ওই গুচ্ছ প্যালেটটির অন্তর্ভুক্ত হয়ে যাবে।
পর্দায় Layer প্যালেট বিদ্যমান না থাকলে Window মেনু থেকে লেয়ার কমান্ড সিলেক্ট করলে পর্দায় লেয়ার প্যালেট পাওয়া যাবে।
টার্গেট লেয়ার নির্ধারণ করা
- যে লেয়ারের ছবি সম্পাদনার কাজ করা হয় সেই লেয়ারটিকে বলা হয় Target Layer.
- যে কোনো সময় যে কোনো ছবি সম্পাদনার কাজ করা যায় তবে একসঙ্গে একটিমাত্র লেয়ারের ছবিই সম্পাদনা করা যায়।
কোনো লেয়ারকে টার্গেট লেয়ারে পরিণত করার জন্য-
- লেয়ারটির উপর মাউস পয়েন্টার ক্লিক করলেই ঐ লেয়ারটি টার্গেট লেয়ারে পরিণত হবে। লেয়ারটিকে তখন সিলেক্টেড দেখা যাবে।
লেয়ারের ওপাসিটি পরিবর্তন করা
Opacity হচ্ছে রঙের গাঢ়ত্ব। লেয়ার প্যালেটের উপরের ডান দিকে Opacity টেক্সট বক্সে ১০০% বিদ্যমান থাকে। Opacity লেখার উপরে পাউস পয়েন্টার স্থাপন করলে মাউস পয়েন্টার দ্বিমুখী তীর পরিণত হবে। দ্বিমুখী তীরটি বাম দিকে ড্র্যাগ করলে Opacity বা রঙের গাঢ়ত্ব কমবে এবং ডানে সরিয়ে নিলে বা রঙের গাঢ়ত্ব বাড়বে।
এ ছাড়া, Opacity টেক্সট বক্সে সরিয়ে পরিমান সূচক সংখ্যা টাইপ করেও কম বেশি করা যাবে।
ফটোশপ টুলস পরিচিতি