Homeপাওয়ার পয়েন্টমাইক্রোসফট পাওয়ার পয়েন্ট স্লাইডে ছবি যুক্ত করা

মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট স্লাইডে ছবি যুক্ত করা

আমরা ইতি পূর্বে শিখেছি কিভাবে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট প্রোগ্রাম খোলা এবং স্লাইড তৈরি করা যায়। আমরা এই পোষ্টের মাধ্যমে শেখানোর চেষ্টা করবো মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট স্লাইডে ছবি যুক্ত করা যায়।

অনেক সময় পাওয়ার পয়েন্ট স্লাইডে ছবি যুক্ত করা পয়োজন হতে পারে। স্লাইডে ছবি যুক্ত করার জন্য-

  • Insert মেনুর রিবনে Picture আইকনের উপর ক্লিক করলে Insert Picture ডায়ালগ বক্স আসবে।
  • Insert Picture ডায়ালগ বক্সের যে ফোল্ডারে প্রয়োজনীয় ছবিটি রয়েছে, সেই ফোল্ডার খুলতে হবে এবং ছবিটি সিলেক্ট করে ডায়ালগ বক্সের Insert বোতামে ক্লিক করতে হবে। সিলেক্ট করা ছবিটি স্লাইডে চলে আসবে।
  • ছবিটির রিসাইজ বক্সে ক্লিক ও ড্র্যাগ করে ছবির আকার ছোট- বড় করা যাবে এবং ছবিটি ড্র্যাগ করে যে অবস্থানে প্রয়োজন সরিয়ে স্থাপন করা যাবে।

স্লাইডে ট্রানজিশন যুক্ত করা

সাধারণত একটির পর একটি করে স্লাইড প্রদর্শন করা হয়। অনেক সময় একটি স্লাইড থেকে পরবর্তী স্লাইডে যাওয়ার সময় ইফেক্ট ব্যবহার করা হয়। এই ইফেক্টকে বলা হয় ট্রানজিশেন। প্রেজেন্টেশনের যে স্লাইডটি খোলা রেখে ট্রানজিশন পয়োগ করা হয় সেই স্লাইডটিতেই ট্রানজিশন কার্যকর হয়। প্রথম স্লাইডে ট্রানজিশন যুক্ত করার জন্য-

  • প্রথম স্লাইডটি খোলা রাখতে হবে।
  • Animations মেনুতে ক্লিক করে সক্রিয় করতে হবে। Animations মেনুর রিবনে এক সারি স্লাইড ট্রানজিশনের নমুনা পাওয়া যাবে। যে নমুনার উপরে মাউস পয়েন্টার স্থাপন করা হবে, স্লাইডে সেই নমুনার ট্রানজিশন দেখা যাবে। আরও নমুনা থেকে বাছাই করার জন্য নমুনা গুলোর ডান দিকে তিনটি তীর রয়েছে। মাঝখানের তীরে ক্লিক করতে থাকলে মনুনার নতুন একটি করে সারি আসতে থাকবে। উপরের তীরে ক্লিক করলে উপর থেকে নিচের দিকে একটি সারি নেমে আসবে। নিচের তীরে ক্লিক করলে সবগুলা নমুনা এক সঙ্গে দেখা যাবে। এভাবে ট্রানজিশনের নমুনা গুলো দেখে নেওয়া যাবে। পছন্দ হলে নমুনাটির উপর ক্লিক করতে হবে। ক্লিক করা হলে ওই ট্রানজিশনটি স্লাইডে আরোপিত হবে।
  • সবগুলো স্লাইডে একই ট্রানজিশন আরোপ করতে হলে , প্রথমে স্লাইডে ট্রানজিশন আরোপ করার পর নমুনার সারির ডান দিকে Apply To All বোতামে ক্লিক করতে হবে।
  • প্রতিটি স্লাইডে ভিন্ন ভিন্ন ট্রানজিশন প্রয়োগ করতে হলে একটি একটি করে প্রতিটি স্লাইডে ট্রানজিশন আরোপ করতে হবে।
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

Most Popular