Homeতথ্য ও যাগাযোগপাওয়ার পয়েন্ট প্রোগ্রাম খোলা এবং স্লাইড তৈরি করা

পাওয়ার পয়েন্ট প্রোগ্রাম খোলা এবং স্লাইড তৈরি করা

পাওয়ার পয়েন্ট প্রোগ্রাম খোলা এবং স্লাইড তৈরি করা। Power Point এ প্রেজেন্টেশন তৈরি করার জন্য অবশ্যই স্লাইড ব্যবহার করতে হয়। তাই প্রেজেন্টেশন তৈরি করার জন্য কিভাবে নতুন স্লাইড নিতে হয় সেটি জানা পয়োজন।

পাওয়ার পয়েন্ট একটি প্রসিদ্ধ প্রেজেন্টেশন সফটওয়্যার, যা মাইক্রোসফট কর্পোরেশন দ্বারা উন্মুক্ত হয়েছে। পাওয়ার পইন্ট ব্যবহার করে আপনি স্লাইড তৈরি করতে পারেন এবং একটি প্রেজেন্টেশন তৈরি করতে পারেন। এই সফটওয়্যারটি আপনাকে টেক্সট, ছবি, ভিডিও এবং অন্যান্য মাধ্যমে অর্থবহ স্লাইড তৈরি করতে দেয়।

পাওয়ার পইন্ট প্রোগ্রাম খোলার জন্য একটি পাওয়ার পইন্ট সফটওয়্যার ইনস্টল করতে হবে। পাওয়ার পইন্ট সফটওয়্যারটি ইনস্টল করতে আপনি মাইক্রোসফট অফিস সাইট থেকে ডাউনলোড করতে পারেন। আপনি কিছুটা ভিন্ন ভিন্ন ভাষায় পাওয়ার পইন্ট ইনস্টল করতে পারেন, তবে প্রস্তুতি দেওয়ার জন্য এখানে সাধারণ পদক্ষেপগুলি দেখানো হল –

পাওয়ার পয়েন্ট প্রোগ্রাম খোলার জন্য-

  • পর্দার নিচের দিকে বাম কোনে Start লেখা রয়েছে। এটি হচ্ছে স্টার্ট বোতাম।
  • Start বোতামের উপর মাউস পয়েন্টার দিয়ে ক্লিক করলে একটি মেনু বা তালিকা আসবে।
  • এই মেনুর All Programs কমান্ডের উপর মাউস পয়েন্টার স্থাপন করলে একটি ফ্লাইআউট মেনু পাওয়া যাবে।
  • এই ফ্লাইআউট মেনু তালিকা থেকে Microsoft Office মেনুতে ক্লিক করলে পাশেই আর একটি ফ্লাইআউট মেনুতে মাইক্রোসফট আফিস- এর প্রোগ্রাম গুলোর তালিকা পাওয়া যাবে।
  • এই তালিকা থেকে Microsoft Office Power Point কমান্ড সিলেক্ট করলে মাইক্রোসফট আফিস পাওয়ার পয়েন্ট- এর প্রথম স্লাইডের পর্দা উপস্থাপিত হবে। এই পর্দার মূল অংশে-

বক্সের মধ্যে Click to add title এবং Click to add subtitle লেখা থাকবে। লেখা দুইটির উপর ক্লিক করলে টেক্সট বক্স দৃশ্যমান হবে এবং টেক্সট বেক্সের মধ্যে ইনসার্সন পয়েন্টার থাকবে। ইনসার্সন পয়েন্টার থাকা অবস্থায় শিরোনাম এবং উপ-শিরোনাম টাইপ করা যাবে। কিছু টাইপ না করে বক্সের বাইরে ক্লিক করলে আবার ওই দুটি লেখা দৃশ্যমান হবে।

টেক্সট বক্সের বর্ডারে ক্লিক করে সিলেক্ট করার পর ডিলিট বোতামে চাপ দিলে লেখা সহ টেক্সট বক্স বাতিল হয়ে যাবে।

Home মেনুর রিবন থেকে টেক্সট বক্স আইকন সিলেক্ট করে ইনসার্সন পয়েন্টার পর্দার ভেতরে নিয়ে এলে পয়েন্টারটি টেক্সট পয়েন্টারের রূপ ধারণ করবে। এই অবস্থায় উপর থেকে নিচের দিকে কোণাকুণি টেনে বক্স তৈরি করতে হবে।

বক্সের ভেতরে ইনসার্সন পয়েন্টার থাকবে।

বাংলাই টাইপ করার জন্য কীবোর্ডকে বাংলাই রূপান্তরিত করে নিতে হবে। এবং ফাইলে সুতন্বীএমজে ফন্ট সিলেক্ট করে নিতে হবে।

টুল বার ও রিবন থেকে ফন্ট, ফন্টের আকার-আকৃতি, রং ইত্যাদি সিলেক্ট করে টাইপের কাজ করতে হবে।

টাইপ করার পর টেক্সট বক্সটি সিলেক্টেড থাকবে। সিলেক্টেড টেক্সট বক্সের চার বাহুতে চারটি এবং চার কোনে চারটি ছোট গোলাকার ফাঁকা সিলেকশন পয়েন্ট থাকবে। এই সব সিলেকশন পয়েন্ট ড্র্যাগ করে বক্সের আকার ছোট বড় করা যাবে। লেখা সংকুলানের জন্য বক্সটি পাশাপাশি বা উপর-নিচে ছোট বড় করা যেতে পারে। বক্সের বাইরে ক্লিক করলে বক্সের সিলেকশন চলে যাবে।

বক্সের যেকোনো বাহুর যেকোনো স্থানে ক্লিক ও ড্র্যাগ করে বক্সটি পর্দার যেকোনো অবস্থানে সরিয়ে স্থাপন করা যাবে।

স্লাইড তৈরির উইন্ডোর বাম পাশে থাম্বনেইল ভিউয়ে স্লাইডের ছোট সংস্করণ দেখা যাবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

Most Popular