ফটোশপে কাজের সুবিধার্থে বিভিন্ন ইমেজ বা কাজকে ভিন্ন ভিন্ন লেবেলে নেবার জন্য ফটোশপ লেয়ার ব্যবহার করার প্রয়োজন পড়ে। ফটোশপ লেয়ার ব্যবহার করে আমরা ইমেজ গুলোর বিভিন্ন অংশ গুলোকে আলাদা আলাদা ভাবে সরাতে কিংবা এডিট করতে পারে। পূর্বে আমরা জেনেছি কিভাবে এডোবি ফটোশপে নতুন লেয়ার যুক্ত করা যায়। এখন আমরা শিখবো এডোবি ফটোশপে লেয়ারের কাজ।
এডোবি ফটোশপে লেয়ারের কাজ বা লেয়ার পরিচিতি। অবজেক্ট তৈরি করা এবং ছবি সম্পাদনার কাজ শুরু করার আগে Layer সম্পর্কে জেনে নেওয়া প্রয়োজন। ছবি সম্পাদনার প্রায় প্রতিটি পর্যায়ে Layer -এর মাধ্যমে কাজ করতে হয়।
এডোবি ফটোশপে লেয়ারের কাজ হচ্ছে, ছবি সম্পাদনার পর্দা বা ক্যানভাসের একেকটি স্তর। লেয়ার পদ্ধতিতে একাধিক স্বচ্ছ ক্যানভাস একটির উপরে একটি রেখে কাজ করা যায়।ক্যানভাস স্বচ্ছ হলে প্রতি স্তরে বিদ্যমান ছবি দেখে দেখে কাজ করা যায়। কিন্তু, উপরের স্তরের ক্যানভাসটি স্বচ্ছ না হলে নিচের ক্যানভাসের কাজ দেখা যাবে না। রঙিন ব্যাকগ্রাউন্ড বিশিষ্ট কোনো ছবি খোলা হলে ওই ছবির লেয়ার প্যালেটে Background লেখা থাকবে। ব্যাকগ্রাউন্ড সাদা রঙের হলেও স্বচ্ছ ব্যাকগ্রাউন্ড হবে না। কারণ, সাদা একটি রং।
- ফুলের ছবি বিশিষ্ট একটি ফাইল খোলা হলো। ছবির লেয়ার প্যালেটে Background লেখা রয়েছে। লেয়ার বার এর ডান দিকে একটি তালার আইকন রয়েছে। এর অর্থ হচ্ছে লেয়ারটি লক করা আছে। লক করা লেয়ারের অবজেক্ট মুভ টুলের সাহায্যে ক্লিক ও ড্র্যাগ করে স্থানান্তরিত করা যায় না।
- নতুন ফাইল খোলার সময় Background Content হিসেবে হোয়াইট বা সাদা এবং ব্যাকগ্রাউন্ড রাখা হলে লেয়ার প্যালেটে Background প্রদর্শিত হবে।
- বর্তমান ফুলের উদাহরণ ছবিটি এদিক সেদিক সরিয়ে স্থাপন করার জন্য Background কে লেয়ারে পরিণত করে নিতে হবে। এই জন্য-
- লেয়ার প্যালেটে Background এর উপর ডাবল ক্লিক করলে New Layer নামে একটি ডায়ালগ বক্স আসবে। ডায়ালগ বক্সের নেম ঘরে লেয়ার ০ থাকবে। ডায়ালগ বক্সের ওকে বোতামে ক্লিক করলে ডায়ালগ বক্স চলে যাবে এবং Background লেয়ার ০-এ পরিনিত হবে। ডায়ালগ বক্সের নেম ঘরে লেয়ার ০ মুছে লেয়ার ১ টাইপ করলে Background লেয়ারটি লেয়ার ১ এ পরিণিত হবে।
- Background Eraser টুল দিয়ে ছবির যেকোনো অংশে ক্লিক করলে ছবির ওই অংশ মুছে যাবে এবং প্যালেটের লেয়ারটি আপনা আপনি লেয়ার ০ এ পরিণত হবে।
- Eraser টুল দিয়ে ছবির কোনো অংশ মোছা হলে লেয়ারটি লেয়ার ০-এ পরিণত হবে না।